সকাল হবে বলে
…,………………………………….. মাহফুজা রিনা
বিশ্বাস যখন মৃত্যু শয্যায় তখন তুমিই তাঁকে বাঁচাতে পারো,
তোমার ভাবনার গতিপথ পরিবর্তন করো…
উপসর্গ খারিজ করে দাও,
শুধু ভাবনায় সীমাবদ্ধ থেকে অবশিষ্ট এক টুকরো ভালোবাসা বাঁচিয়ে রাখো, আত্মসমর্পণ করো ভালোবাসায়,
নিবিড় পরিচর্যায় সুস্থ করো।
প্রতিজ্ঞাবদ্ধ হও, আর কোনো ভুল নয়।
আমি তোমাকে গভীরতায়, প্রস্থ ও উচ্চতায় ভালোবাসি,
আমি যখন দৃষ্টির বাইরে তোমাকে অনুভব করি,
তখন আমার আত্মা পৌঁছে যায় তোমার কাছে, তোমার হৃদে।
আমি ভালোবাসি, আমি তোমাকে প্রতি স্তরে ভালোবাসি, সবচেয়ে শান্ত প্রয়োজনে, সূর্য এবং মোমবাতির আলো দ্বারা ভালোবাসি, আমি তোমাকে অবাধে ভালোবাসি,
যেমন তুমি অধিকারের জন্য সংগ্রাম করো।
আমি তোমাকে শুদ্ধতায় ভালোবাসি, কেউ যদি তোমার প্রসংশা থেকে সরে যায় যাক!
আমি ভালোবাসায় আবেগ রাখি, রাগ রাখি অনুরাগ রাখি,
আমি পুরানো দুঃখে শৈশবের বিশ্বাসে জড়িয়ে রাখি।
নিঃশ্বাসে ভালোবাসি তোমায়,
ঈশ্বর যদি চায় মৃত্যুর পরও ভালোবাসবো তোমায়।
গভীর রাতে চাঁদের আলো চুরি হয়ে যায় মৌন অন্ধকারে ঘুমচোখে আমি তোমাকে দেখি।
দেখি নয়নাভিরাম চাঁদ আমার সম্মুখ পানে, রুম আলোকিত করে আবার বিলীন হয়..
বিলীন হয় সকাল হবে বলে..