স্বাস্থ্য সেবায় অ্যাওয়ার্ড পেলেন ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ শরিফুল ইসলাম

http://www.71news24.com/2019/03/18/1128

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : খুলনা বিভাগ থেকে সিভিল সার্জেনের স্বাস্থ্য সেবা ২০১৮ তে তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড পেলেন যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডাঃ মোঃ শরিফুল ইসলাম। সোমবার সকলে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ঢাকা শাখার ডাইরেক্টর ডা. আব্দুস সালাম, স্বাস্থ্য খুলনা বিভাগের ডাইরেক্টর ডা.রাশেদা সুলতানা এবং সিভিল সার্জন জ¯্র ডা. দিলীপ কুমার রায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও তিনি জরুরী প্রসূতি সেবায় বিশেষ অবদানের জন্য ২৩ অক্টোবর ২০১৮ইং তারিখে পুরস্কার পেয়েছেন। পুরস্কার পেয়ে ইউএইচ এন্ড এফপিও ডাঃ মোঃ শরিফুল ইসলামের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রসূতি সেবায় পুরস্কার পাওয়ার পর এবার স্বাস্থ্য সেবায় পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছি। এই পুরস্কার পাওয়ায় আমার উপর আরও ভালো সেবা দেওয়ার দায়িত্বটা বেড়ে গেলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য সেবাদানকারী সকল এনজিও, সকল মিডিয়া কর্মী ও ঝিকরগাছার আপামর জনসাধারণ সার্বিক সহযোগিতায় আজকের এই অর্জন। এ অর্জন আমি ধরে রাখতে চাই। তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সফলতা অর্জন হওয়ায় তাকে সহ সকল কর্মকর্তা-কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছেন, ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স্থরের মানুষ। আগামীতে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে স্বাস্থ্য সেবা আরো উন্নত হতে পারে সে জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান ঝিকরগাছা উপজেলাবাসী।

Please follow and like us: