হেলমেট, রক্ষা করতে পারে একটি জীবন

http://www.71news24.com/2019/03/18/1128

রেজাউল করিম রুবেল; অামাদের প্রিয় বন্ধু সবুজ সড়ক দুর্ঘটনায় মারা গেল। তার অকাল মৃত্যুতে ছোট্ট শিশু পিতা হারা হলো। সবুজের পিতা মাতার সন্তান হারা বুক ফাঁটা অাহাজারিতে অাকাশ বাতাস ভারি হয়ে উঠছে।  সবুজের নিথর দেহ দেখে তার সহকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। সদা হাস্যোজ্জল যুবকের রক্তাক্ত দেহ মর্গে পড়ে অাছে কি করুন দৃশ্য । সড়ক দুর্ঘটনায় তার মাথার একপাশ থেতলে গেছে। এছাড়া শরীরে অার কোথাও অাঘাতের চিন্হ নেই। দুর্ঘটনার সময় ওর মাথায় যদি হেলমেট থাকত তাহলে এতবড় অাঘাতের সৃষ্টি হতো।  হয়তো ছোট ক্ষতের সৃষ্টি হতো। ওকে পৃথিবী থেকে এভাবে সবাইকে কাঁদিয়ে যেতে হতো না । অামাদের সবাইকেই একদিন সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাই বলে কি নিজেকে নিরাপদ রাখবনা? অামরা অপ্রয়োজনীয় কত টাকা দেদারসে খরচ করি। অামাদের প্রিয় মানুষের অাবদার রাখতে হাজার হাজার টাকা খরচ করতে একটুও পিছপা হইনা। কিন্তু অামার অবর্তমানে অামার প্রিয় সন্তান, পিতা-মাতা, এমনকি নিজের স্ত্রীর কি করুন পরিনতি হতে পারে, তাই অামরা যারা দৈনন্দিন নিত্য প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করি তাদের কি হেলমেট ব্যবহার করা উচিত না? একটু ভাবুনতো, সড়কে বিভিন্ন জায়গাতে পুলিশ অাপনাকে থামিয়ে হেলমেট না থাকার জন্য অপমান জরিমানা করছে, তাদের কি লাভ অাপনাকে বিরক্ত করে। তাই নিজের প্রয়োজনে, অাপনার প্রিয় মানুষদের কথা ভেবে অবশ্যই অাজ থেকে হেলমেট ব্যবহার করুন।

 

লেখক; বার্তা সম্পাদক, দৈনিক যশোর

Please follow and like us: