অল্পের জন্যে প্রান রক্ষাপেল তামিম -মুশফিকের বাংলাদেশ ক্রিকেটদল

একাত্তর ডেস্ক :  শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ২৭জন নিহত হয়েছেন।

এদিকে জুম্মার নামাজ আদায় করতে বাংলাদেশের দলের কয়েকজন আক্রান্ত মসজিদে ঢুকতে গিয়েই দেখতে পান রক্তাত শরীরে বেরিয়ে আসছেন এক মহিলা। তিনি তখন তামিম ইকবালদের বলেন, ‘ভেতরে যেও না, গুলি চলছে, আমার গাড়িতেও গুলি লেগেছে। তোমরা ভেতরে যেও না।’

ক্রিকেটাররা তখন হকচকিয়ে যান, হতভম্ব হয়ে বাসে ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েন। স্থানীয় পুলিশ তখন বন্ধ করে দিয়েছে ওই রাস্তা।

এরপর বাস থেকে নেমে হেঁটেই হোটেলে রওয়ানা হন বাংলাদেশের ক্রিকেটাররা। এসময় তাঁরা বেশ আতংকিত হয়ে পড়েন।আর পাঁচ-দশ মিনিট আগে পৌঁছালেও সেই গোলাগুলির মধ্যে পড়ে যেতেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের সবাই নিরাপদে আছে। তবে স্বাভাবিক কারণেই সবাই আতঙ্কগ্রস্ত।

Please follow and like us: