এইচ এস সি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা—

প্রভাষকসহ এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ

নাজিম(প্রভাষক,ইংরেজী),বসুন্দিয়া,যশোর :
১লা এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে ছাত্র/ছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপুর্ন এইচ এস সি পরিক্ষা-২০১৯।তোমাদের জন্য আমার মত লক্ষ লক্ষ শিক্ষক অভিভাবকদের কিছু কথা—

শোন,তোমার আমাদের ভবিষ্যত,তোমার আমাদের আশার আলো।তোমাদের আগামীতে আমাদের ও আমাদের এই সুন্দর দেশটিকে পরিচালনা করতে হবে।সে জন্য জ্ঞানের প্রয়োজন আর জ্ঞান আসে লেখাপড়ার মাধ্যমে।বিগত দুইটি বছর যা করেছ পরিক্ষায় তাই করবে এবং অবশেষে সেরকম ফল পাবে এতে কোনো সন্দেহ নাই।তোমাদের আমরা না খেয়ে খাওয়াই,নিজেরা ভাল না পরে তোমাদের

পরাই।বই খাতার কষ্ট পেতে দিনি।কলেজ ছাড়াও সারা বছর প্রাইভেটের টাকাও জুগিয়েছি।আধুনিক করতে স্মার্ট ফোন দিয়েছি আর ভেবেছি আমার সন্তান কেন পিছিয়ে থাকবে সে আধুনিকতার সাথে থাকুক।বাড়িতে কোনো কাজে হাত দিতে দেইনি পিছে তোমাদের কষ্ট হয় অথবা পড়া নস্ট হয়।অবশ্য তোমাদের চলাফেরা দেখে বেশি খুশি হতে পারিনি।রাত করে বাড়ি ফেরা,বই ফেলে ফেসবুক

দেখা,আড্ডা,খেলাধুলা,বন্ধু বান্ধবীদের সাথে মুল্যবান সময় নস্ট করা এসব দেখে ব্যাথা পেলেও ভেবেছি এসব মনে হয় আধুনিকতা,এসব হয়ত আমরা না বুঝলেও তোমাদের দরকার।তোমাদের শালীন পোশাক ছেড়ে,শোভন স্টাইল ফেলে আশালীন কাপড়ে চলা,নোংরা স্টাইলে ঘোরা এসব মেনেছি একটি কারনে তোমার আধুনিক নিশ্চয়ই আমাদের মত যুগে অচলদের চেয়ে বেশি বুদ্ধি রাখ এবং ভালটা অবশ্যই বোঝো।কিন্তু হতাশ হচ্ছি এই দেখে যে ২/১ দিন পরিক্ষার বাকী অথচ তোমাদের সেই বাজারে ঘোরা,ফেসবুকে চেয়ে থাকা,নিয়মিত আড্ডা এর কোনোটি এখনো ছাড়নি।রাতের সকল অনুষ্ঠানে তোমরাই দর্শক।মনে রেখ আমারা তোমাদের হয়ত শাসন করতে ব্যার্থ হলাম কিন্তু তুমি তোমাকে শাসন কর না হলে জীবন তোমাকে ছাড়বেনা। তোমার কি দেখনি এ প্লাস,গোল্ডেন এ প্লাস পেয়েও বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো সুযোগ হচ্ছেনা কারো।সাধারনভাবে পড়ালেখা করে আজ কোনো চাকুরীও নাই।আমাদের অবস্থা তো ভাল না যে তোমাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যাবসা করাবো। তাহলে পরিক্ষায় ভাল না করলে বা ফেল করলে কি করবে ভেবেছ?তোমাদের তো কত মান সম্মান তা ফেল করলে খারাপ লাগবেনা?যে নেশায় পড়াবাদ দিচ্ছ সে নেশা কি তোমাকে সাহায্য করবে? স্বপ্ন শেষ করে দিওনা। বুকে আশা রাখ,মনে স্বপ্ন দেখ।আমাদের কথা ভাব।নিজেকে চেন।নিজের দায়িত্ব কর্তব্য মনে রাখ।আজ থেকে ১০ বছর পর নিজেকে কোথায় দেখবে কল্পনা কর।যারা নস্ট হয়েছে তাদের নয় যারা বড় হয়েছে তাদের অনুসরন কর।অলসতা বাদ দাও।জেগে ওঠ।দেখ সকালের সুর্য্য কত সুন্দর।ঘুমিয়ে থেক না।সাহস কর।সামনে যাও।
মোবাইল,ফেসবুক,বন্ধু,আড্ড,খেলাধুলা না হয় কিছুদিন বন্ধ রাখ।সবই পাওয়া যাবে।পাবে না শুধু চলে যাওয়া সময়।এখন সময় নস্ট করলে এক সময় সময়ই তোমাদের নস্ট করে দিবে।আজ যে বন্ধ বান্ধবীর জন্য সময় হারাচ্ছ,এক সময় আসবে তুমি তাদের কাছে থেকে হারিয়ে যাবে।মনে রাখ-মেধা সৌন্দর্য্য অপেক্ষা দামী।সুন্দর চেহারা,আকর্ষনীয় পোশাক,স্মার্টফোন,বন্ধু,আড্ডা সবই সহজে পাওয়া যায় এবং তা হারিয়েও যায়।জ্ঞান,মেধা,শিক্ষা সহজে মেলেনা তার জন্য চাই সাধনা এবং এসব একবার অর্জিত হলে কোনোদিন তা হারায় না।কস্ট করলেই কেবল কেস্ট মেলে।তাই একটু সচেতন হও।আমরা তোমাদের দোয়া করি তোমরা সফল হও।তোমাদের নস্ট হতে দেখলে আমাদের খারাপ লাগে।তোমরা এ জাতির চালক হবে তাই আমাদের ভয় হয় অদক্ষ,অসচেতন,অযোগ্য,অশিক্ষিত চালকের গাড়িতে দুর্ঘটনা ঘটে।আমরা যে সে গাড়ির যাত্রী।
শিক্ষা শিক্ষা আর শিক্ষা,শিক্ষায় মুক্তি।চলে এস মুক্তির পথে যেখানে শুখ,স্বাচ্ছন্দ্য,সফলতা।ছেড়ে দাও সে পথ যে পথে আশুখ,অসম্মান,ব্যার্থতা আর অন্ধকার।

Please follow and like us: