কুটিগ্রামে শেখ হাসিনা মডেল মহিলা ও শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজ’র ভিত্তি প্রস্থর স্থাপন

http://www.71news24.com/2019/03/18/1128

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প ” আমার গ্রাম আমার শহর ” প্রকল্পের আওতাভুক্তসহ ৬টি ছিটমহলযুক্ত  কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার ১নং পাথরডুবি ইউনিয়নে ৯ই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪টায় অত্র এলাকার শিক্ষানুরাগীদের অনুপ্রেরণায় শেখ হাসিনা মডেল মহিলা মহাবিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজের নামকরন করেন জমি দাতা শিক্ষানুরাগী আলহাজ্ব এস এম শফিকুল গনি এবং তার সহধর্মিনী মিসেস শাহানাজ গনি।

অত্র মহতি অনুষ্ঠানে ১০ সহস্রাধিক লোকের উৎসবমুখর পরিবেশে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান সিরাজ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ভুরুঙ্গামারী। প্রধান অতিথি মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ভুরুঙ্গামারী উপজেলা, মোহাম্মদ মুকুল চৌধুরী, সাবেক অধ্যক্ষ, ভুরুঙ্গামারী সরকারী ডিগ্রী কলেজ, মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ভুরুঙ্গামারী, মোঃ সাইফুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ভুরুঙ্গামারী উপজেলা, যুগ্নসাধারন সম্পাদক, ভুরুঙ্গামারী, মোঃ মিজানুর রহমান মিজান সভাপতি বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ভুরুঙ্গামারী উপজেলা সুলতান আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ গৌরাঙ্গামারী উপজেলা সভাপতি অঞ্চল মাহমুদ হাওলাদার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ গৌরাঙ্গাবাদী উপজেলা মোঃ সেলিম মাহমুদ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ভুরুঙ্গামারী উপজেলা এবং উপজেলা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মোঃ আব্দুস সবুর চেয়ারম্যান এক নং পাথরডুবি ইউনিয়ন পরিশোধ পাথরডুবি ইউনিয়নের আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের স্থানীয় সকল নেতৃবৃন্দসহ অত্র ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকর্মী শিক্ষকবৃন্দ এছাড়া আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজের উপস্থিত এলাকার সুধীজন -ছবি একাত্তর ডেস্ক। 

শিক্ষানুরাগী শফিকুল গনি বলেন,১০০ শতাংশ জমির উপর নির্মিত হবে শেখ হাসিনা মডেল মহিলা মহাবিদ্যালয় এবং ২৮ শতাংশ জমির উপর নির্মিত হবে শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজ। সমগ্র বাংলাদেশ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প “গ্রাম হবে শহর” ১৫ টি গ্রাম নির্বাচিত হয়েছে। তার মধ্যে পাথর ডুবি গ্রামটি রয়েছে। যাহার সম্ভাব্য নির্মাণ ব্যয় ৮০০ কোটি টাকা। নিঃসন্দেহে পাথরডুবি গ্রামবাসী অনেক ভাগ্যবান। আমি অত্র এলাকার সকল মানুষের সম্পৃক্ততায় কলেজ দুটি কে এগিয়ে নিয়ে যেতে চাই।

Please follow and like us: