চতুর্থবারের মতো সেরা করদাতা হলো আইয়ান জুট মিলস্

http://www.71news24.com/2019/03/18/1128

 

নিজস্ব প্রতিবেদক:

২০২১-২২ অর্থবছরে পাট শিল্পে সেরা করদাতা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে দক্ষিনবঙ্গের স্বনামধন্য শতভাগ রপ্তানীমূখী পাটশিল্প প্রতিষ্ঠান আইয়ান জুট মিলস লিমিটেড। টানা চতুর্থ বারের মতো সেরা করদাতা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার সকালে ঢাকাস্থ অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিতদের জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মোস্তফা কামাল, এফসিএ এর নিকট হতে আইয়ান জুট মিলস লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক উদীয়মান তরুন শিল্পপতি জনাব মোহাম্মাদ জহির উদ্দিন (সি আই পি) জাতীয় ট্যাক্স কার্ড, ক্রেষ্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব ফাতিমা ইয়াসমিন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

 

উল্লেখ্য যে, আইয়ান জুট মিলস্ লিঃ বেজেরডাঙ্গা, দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা সেরা করদাতা প্রতিষ্ঠান হিসাবে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কর্তৃক ধারাবাহিক ভাবে ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ ইং কর বর্ষে জাতীয় ট্যাক্স কার্ড সহ বিশেষ সম্মাননা অর্জন করেছে।

Please follow and like us: