জি.পি.এস. মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সহযোগীতায় ত্রান বিতরণ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

মোঃ মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ :

আজ রবিবার বাকেরগঞ্জের নব এমপিও ভূক্ত জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আহসান হাবীব মোল্লা এবং ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমিরুল ইসলাম সোহেল, সাইদুর রহমান, সোহেল তালুকদার, আসাদ হাওলাদার, জি.এম রিয়াদ, কামরুল ইসলাম,শহিদুল ইসলাম, মেহেদী হাসান মোল্লা, মামুন খান, আওলাদ খান সহ বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্রদের উদ্যোগে শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরন করা হয় ৷

করোনা ভাইরাসের জন্য স্কুলের হতদরিদ্র অবিভাবক কর্ম বন্ধ হয়ে যায় ৷ সেই সকল হতদরিদ্র ও এলাকার কিছু সাধারন কর্মজীবীদের এ আওতায় এনে ত্রান বিতরন করা হয় ৷ হতদরিদ্র মানুষ গুলো এ ত্রান পেয়ে খুব খুশি হয় ও সাহায্য দাতাদের জন্য দোয়া করেন ৷

এ প্রসংগে প্রধান শিক্ষক হাবিব মোল্লা বলেন আমাদের বিদ্যালয়ের অনেক অভিভাবকদের কাজ বন্ধ ৷ তাদের সাধারন জীবন যাপনে কষ্ট ৷ ছাত্র-ছাত্রীদের যাতে লেখাপড়ায় বিঘ্ন না ঘটে তাই প্রাক্তন ছাত্রদের সহযোগীতায় এ ত্রান বিতরন করা হয় ৷

 

প্রাক্তন ছাত্ররা বলেন আমাদের প্রিয় হেডমাষ্টার স্যারের উৎসাহে আমরা সাড়া দিয়েছি ৷ আমাদের এ প্রিয় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যে কোন সহযোগীতায় প্রধান শিক্ষক স্যার যখনই ডাক দিবেন তখনই আমরা স্যারের ডাকে সাড়া দিব ৷

স্কুলের অথবা হাবিব স্যারের যে কোন প্রয়োজনে আমরা এগিয়ে আসব ৷
এলাকার সাধারন মানুষ প্রধান শিক্ষক হাবিব মোল্লা ও প্রাক্তন ছাত্রদের এ সহযোগীতাকে সাধুবাদ জানান ৷

Please follow and like us: