ঝিকরগাছায় সাহিত্যে বৈঠকে কবি শামছুজ্জামানকে সংবর্ধনা

http://www.71news24.com/2019/03/18/1128

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, কবি, কথাকার ও প্রাবন্ধিক মোহাম্মদ শামছুজ্জামানকে সাহিত্যের বৈঠকের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, কবি, কথাকার ও প্রাবন্ধিক মোহাম্মদ শামছুজ্জামানকে সাহিত্যের বৈঠকের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস :  যশোরের ঝিকরগাছায় সাহিত্যের অঙ্গনে সৃজনীর বিকাশে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, কবি, কথাকার ও প্রাবন্ধিক মোহাম্মদ শামছুজ্জামানকে সাহিত্যের বৈঠকের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। ওয়াপদাহ রোডের টোকিও টাওয়ারের ৪র্থ তলায় জাগ্রত ঝিকরগাছা চত্ত্বরে হলকা শীতের হাওয়ার মধ্যদিয়ে মনোরম পরিবেশে শুক্রবার (২০ ডিসেম্বার সকাল ১০টা থেকে দু’পর্বের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছিল। সংবর্ধনায় বিশ্ব সাহিত্যক হোসেনউদ্দীন হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল পাভেল চৌধুরী, যশোর জেলা নাগরিক আন্দোলন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুর জালাল, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আনোয়ার ফারুক, জাগ্রত ঝিকরগাছার পরিচালক ও এএমপিএম অনলাইন পোর্টারের সম্পাদক মাহাবুব শাহারিয়ার, সহকারী পরিচালক মীর হাসিবুজ্জামান, শিল্প সাহিত্যের ছোট কাগজ আত্মবন্ধু সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইদহের সাহিত্যিক সুমন সিকদার, দিপক সাহা, ইমরান হোসাইন, অতীন অভীক, যশোরের সাহিত্যিক আরশি গাইন, নান্নু মাহবুব, শেখ মাসুদুজ্জামান, শেখ আহসান উল্লাহ ময়না, কাজিরহাট কলারোয়ার সাহিত্যিক এমএস নজরুল ইসলাম, বেনাপোলের সাহিত্যিক রকি মাহমুদ, মনিরামপুরের সাহিত্যিক শিরিন সুলতানা, ঝিকরগাছার সাহিত্যিক টিপু সুলতান, সাইফুদ্দিন সাইফুল, অনিল চক্রবর্তী, সাঈদ হাফিজ, হুমায়ুন রেজা, মুহাম্মদ আবুল কালাম আজাদ (বাঁকড়ার আলো), সাহারুল আলম আশা, এমআর মাসুদ, জুলফিকার আলী ভুট্টো, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম মৃধা, আশরাফুজ্জামান বাবুুু, মনিরুজ্জামান মনির, মুস্তাক মাহমুদ, লিখন আলম, শাহজান কবির, তাসলিমা রুবি, শহীদুল্লাহ, কাওসার আলী, শাহাজান আলী, রওশন আলী, আলমগীর, তুহিন, মহিাম্মদ শাকিল, মোত্তজা রেজা মনি, সাকিব বিশ্বাস, ধারাভাষ্যকার ডা: আবু রায়হান রাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্যিক ও কলামিষ্ট প্রভাষক শফিয়ার রহমান।

Please follow and like us: