টাঙ্গাইলের মধুপুরে প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষি উপকরন বিতরন

http://www.71news24.com/2019/03/18/1128

 মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে রবি২০১৯-২০ মৌসুমে প্রনোদনা কর্মসুচীর আওতায় কৃষি উপকরন বিতরন করা হয়। রবি মৌসুমে সরিষা,ভূট্রা,গম,ও সূর্যমুখী চাষে প্রনোদনা কর্মসুচীর আওতায় সোমবার (১৮ নভেম্বর) ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সরিষা,গম, সুর্যমুখীরবীজ ও সার বিতরন করা হয়। মধুপুর কৃষি সম্রসারন অধিদপ্তরের হল রুমে এ সব উপকরন বিতরনের উদ্ধোধনী অনষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উদ্ধোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলমখান আবু,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির,মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সিনিয়র মৎস্য কর্ম কর্মকর্তা মো: আব্দুর রাসেদ। এসময় উপস্হিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান। উক্ত অনুষ্ঠানটি সন্চালনা করেন উপজেলা কৃষি সম্রসারন কর্মকর্তা শাকুরা নাম্নী। এ সময় ১১১০ জন প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, ভুট্রা,সূর্যমুখীর বীজ,সার সহ বিভিন্ন কৃষি উপকরন বিতরন করা হয়।

Please follow and like us: