নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিকরগাছা-চৌগাছা গড়ে তুলবো : মেজর নাসির

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন বলেছেন, আমি নির্বাচিত হলে যুব সমাজের জন্য সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিকরগাছা ও চৌগাছা গড়ে তুলবো। আমি এ জাতির জন্য মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আপনাদের সহযোগিতায় বিজয়ের এ মাসে শেখ হাসিনা আমাকে তার নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। তাই আগামী এ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আমরা বিজয়ের মাসে আরেকটি বিজয় উদযাপন করতে চাই।

শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর, বোধখানা ও শিমুলিয়া ইউনিয়ন দোসতিনা, মধুখালী, পাল্লা বাজার, শিমুলিয়া মিশনপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় বিভিন্ন পথসভায় এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য শাহীন সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, প্রবীন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন কলিম, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সরদার, সম্পাদক আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন,সাবেক চেয়ারম্যান জহুরল হক, যুবলীগ নেতা গিলবার্ট নিরমল বিশ্বাস, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী, শাহ খন্দকার টুনু, রেজাউল বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাছিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মোর্ত্তজা ইসলাম বাবু, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, হাজিরবাগ,সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছেলিমুল হক সালাম, জেলা যুবলীগ নেতা আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সেলিম রেজা, যুবলীগ নেতা জাফিরুল হক, এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক শিপলু, সাধারন সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামসুর রহমান, উপজেলা শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর সর্দার, যুবলীগ নেতা শাওন রেজা খোকা, আরিফুজ জ্জামান ছন্টু, আল আমিন, ফারুক হোসেন, রফিকুল ইসলাম, তরুণলীগের উপজেলা কমিটির সভাপতি মনিরুল ইসলাম শিপলু, সহ সভাপতি নজরুল ইসলাম, আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ধর, যুগ্ম সম্পাদক জয়নাল, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সুমন, পৌরসভা কমিটির সভাপতি সামিম হাসান, সহ সভাপতি মফিজুল রহমান খোকন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক উজ্জ্বল হোসেন, শিমুলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি রায়হান হুসাইন, সাধারণ সম্পাদক শাহ আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

Please follow and like us: