প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল কর্নফুলী টানেলের উদ্বোধন করবেন

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী কাল উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী টেনেল পার হয়ে আনোয়ারায় জন সভায় ভাষণ দিবেন।

চার লেনবিশিষ্ট দেশের প্রথম এই টানেলে যানবাহন চলাচল শুরু হবে পর দিন রবিবার।

চীনের সাংহাই শহরের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তুলতে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে ২০১৫ সালে প্রকল্পের কাজ শুরু হয়।

 

এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তকে আনোয়ারা উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে। অর্থাৎ পতেঙ্গা হয়ে টানেলের ভেতর দিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে চলে যাওয়া যাবে নিমেষেই। ৩ দশমিক ৩২ কিলোমিটারের এই টানেলে গাড়ি পারাপারে সময় লাগবে মাত্র সাড়ে ৩ মিনিট।

 

প্রথমে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল সাড়ে আট হাজার কোটি টাকা। প্রথম সংশোধন প্রকল্পের ব্যয় বেড়ে হয় ১০ হাজার ৪০০ কোটি টাকার মতো। উদ্বোধনের বছরে এসে তৃতীয়বার সংশোধন অনুমোদন পায় এই প্রকল্প। খরচ দাঁড়ায় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা।

Please follow and like us: