বেনাপোলে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক-১

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমেদ বেনাপোল :  ভারতে পাচার কালে বেনাপোল সীমান্ত থেকে ৪৪ লাখ টাকার (১ কেজি ওজনের) ১টি স্বর্ণেরবার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক কামাল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে একজন ইজিবাইক চালক।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক এলাকা থেকে ইজিবাইক চালক কামালকে ১ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করা হয়। সে এই স্বর্ণের বার বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য- ৪৪ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান।

আটক আসামিকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Please follow and like us: