বোমা হামলার শিকার হয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর ডেস্ক :  নিজ বাসায় বোমা হামলার শিকার হয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবু। রোববার রাত পৌনে ১১ টার দিকে মহিরনস্থ নিজ বাসভবনে এ বোমা হামলার শিকার হন তিনি। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছেন। বাবু একই সাথে বাঘারপাড়া প্রেসক্লাবের সদস্য। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার রাত পৌনে ১১ টার দিকে রেহমান জেমাম বাবু দোতলা বাড়ির বেলকলিতে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুই যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই একটি শক্তিশালি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত চাড়াভিটা অভিমুখে সটকে পড়ে। বোমার আঘাতে বামহাতের তালু, ডান উঁরুসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়। এদিকে এ ঘটনায় আতংক সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে। জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দিন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছি। শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি আহত সাবেক এ ছাত্রনেতার’। তিনি আরো বলেন আমরা আমাদের মতো করে অভিযান পরিচালনা করছি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নেব। আহত উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবুকে হাসপাতালে দেখতে যান বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, ওসি জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে বাঘারপাড়া প্রেসক্লাবের সদস্য রেহমান জেমাম বাবুর ওপর বোমা হামলার ঘটনায় নিন্দা ও দোষিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক চন্দন দাস, সহসভাপতি শরাফত উদ্দিন, কোষাধ্যক্ষ তরুন মন্ডল, দপ্তর সম্পাদক হুমায়ূন কবির, সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডল, ফরিদুজ্জামান, আজম আলী খান, অনুপম দে, প্রদীপ বিশ্বাস, রাকিব হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

Please follow and like us: