যশোরের “আলোকিত জয়ান্তা” হতে পারে সামাজিক আন্দোলনে অনুকরনীয়। 

নাজিম উদ্দীন (বসুন্দিয়া)যশোর :  বঙ্গবন্ধুর  স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত চেস্টা ও পরিশ্রমে “আলোকিত জয়ান্তা”র মত অংশ গ্রহন করতে হবে সবাইকে।সুশিক্ষিত মানুষই স্বশিক্ষিত মানুষ।স্বশিক্ষিত মানুষ মানেই সচেতন মানুষ।সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক ও ধর্মীয় কুসংস্কারমুক্ত নাগরিকেরাই দেশের সম্পদ।এই সম্পদ গঠনে শিক্ষাই মুল চালিকা শক্তি।এই সত্যকে ধারন করে অশিক্ষা-কুশিক্ষামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে “আলোকিত জয়ান্তা” নামক শিক্ষা ও মানব কল্যানমুলক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম ‘জয়ান্তা’।গ্রামের সাধারন মানুষের শিক্ষা,স্বাস্থ্যও পরিবেশের উন্নয়নের লক্ষ্যে একঝাক শিক্ষিত তরুন মিলে গড়ে তোলে “আলোকিত জয়ান্তা” নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি।গ্রামের আপামর জনসাধারনের সমন্বয়ে একটি আধুনিক মানের লাইব্রেরী তৈরি করে এবং গ্রামের মানুষদের চলমান দুনিয়ার সাথে সংযুক্ত রাখতে প্রতিদিন একটি লোকাল এবং একটি ন্যাশনাল পত্রিকা সরবরাহের মাধ্যমে কাজ শুরু করে পর্যায়ক্রমে মা সমাবেশ,বাবা সমাবেশ,কৃতিছাত্রদের সম্বর্ধনা,ফ্রি কোচিংযের ব্যাবস্থা, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজন,গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ঈদ পুঃনমিলনী আয়োজন, শীতার্তদের মাঝে কম্বল বিতরন,ফ্রি রক্তের গ্রুপ পরিক্ষা,ছাত্রদের বার্ষিক বৃত্তি পরিক্ষার ব্যাবস্থা,মাদকবিরোধী সেমিনার,পুষ্টিমেলার আয়োজন,যৌতুকবিরোধী প্রচারসহ নানামুখী জনকল্যান করে চলেছে মানবতা প্রেমিক “আলোকিত জয়ান্তা”।স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম খান রাসেলের সার্বিক পৃষ্টপোষকতায় ইতিমধ্যে এই সংগঠনের কার্জক্রম মন জয় করেছে স্থানীয় সর্বসাধারণের মাঝে। বাবা মায়েদের সন্তানের পড়ালেখা বিষয়ে সচেতন করে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে নানা রকম প্রচার প্রচারনা অব্যাহত রাখা “আলোকিত জয়ান্তা”র অন্যতম লক্ষ্য।আজকের সন্তান আগামীর ভবিষ্যত তাই সুস্থ্য সুন্দর জাতি গঠনে সরকারকে সহযগিতা করার উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাবে শিক্ষা ও মানবকল্যান মুলক সংগঠন “আলোকিত জয়ান্তা”।বাংলাদেশের প্রতি গ্রামে গড়ে উঠুক একটি করে আলোকিত সংস্থা।তৃনমুল পর্যায়ে পৌছে যাক শিক্ষার আলো।আধুনিক সরকারের আধুনিক চিন্তার সংযোজন তথ্যপ্রযুক্তির ছোয়ায় জীবন হোক আরো সুন্দর,আর উন্নত,অধিক নিরাপদ ও সুশোভিত। “আলোকিত জয়ান্তা”র এক বছর পুর্তিতে সবাইকে প্রানঢালা অভিনন্দন।

 

Please follow and like us: