যশোর প্রতিনিধি:
যশোরে একই দিনে পৃথক ঘটনায় স্বজনের হাতে দুইজন খুন হয়েছেন। শনিবার (৮ ই মার্চ) চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে শরিফুল ইসলাম (৪৫) ও সদর উপজেলার যুগিমাঠপাড়া এলাকায় ভাইয়ের হাতে শহিদুল ইসলাম (৫৫) খুন হন।
জানা যায়, শনিবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের যুগি মাঠপাড়াতে জমিজমা সংক্রান্তের জেরে শহিদুল ইসলামকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে তার চাচাতো ভাই রাসেল। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ভোরে শরিফুল ইসলাম (৪৫) কুপিয়ে হত্যা করে তার ছেলে মোহাম্মদ রমিম।
স্বজনরা জানায়, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যায়। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, চৌগাছায় ছেলের হাতে পিতার হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটকে অভিযান চলছে। সদরের জমিজমা সংক্রান্ত জেরে ভাইয়ের কোদালের আঘাতে ভাই হত্যার ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। দুইজনের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please follow and like us: