যশোরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ১০জন আটক-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস :

গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ পুলিশ সুপার, যশোর মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার, ক’ সার্কেলগণের সার্বিক তত্ত্বাবধানে ওসি ডিবি, যশোর জনাব রুপন কুমার সরকার পিপিএম এঁর নেতৃত্বে কেশবপুর থানার মামলা নং-০১(০৩)২১, ধারা-৩৭৯ পেনাল কোড মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন, এসআই ইদ্রিসুর রহমান, এসআই শাহীনূর রহমানদের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায় এবং মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের মোট ১০ সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে মোট ১১ টা চোরাই মোটরসাইকেল, ০৩ টা মাস্টার চাবী, চোরাই মোটরসাইকেল বিক্রয়লব্ধ নগদ ২,২৫,০০০/= টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করতে সক্ষম হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার মামলা নং-৩৩, তাং- ০৯/০৯/২১ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড রুজু হয়েছে। এ ঘটনায় চোর চক্রের নিকট হতে ঝিকরগাছা থানার মামলা নং-০৫(০৯)২১, ধারা-৩৭৯ পেনাল কোড মামলার আলামত উদ্ধারসহ মামলার ঘটনা উদঘাটিত হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলাসহ আশপাশ জেলা সমূহে মোটরসাইকেল চুরি করিয়া দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি ক্রয় বিক্রয় করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

 

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ

(১) মোঃ নুর ইসলাম(৩০), পিতা-মতি মোল্লা, সাং-পারকোরপা, থানা- কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ এ/পি-বালিয়াডাঙ্গা মাঠপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, (২) মোঃ আল আমিন শেখ(২৮), পিতা-গোলাম মোস্তফা শেখ, সাং-

বরুমমানিনগর নলদী, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পিতা- মোঃ আঃ হামিদ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, সুলতানপুর, চাদপুর রোড, থানা-কোতয়ালী, জেলা-যশোর, (৩) মোঃ আক্তার হোসেন(৩৯), পিতা-মৃত. জাকির হোসেন, সাং-গাড়াখোলা, চুনরগেট, থানা-ফুলতলা, জেলা-খুলনা. এ/পি-জনৈক আঃ রহমান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, ৭নং সেক্টর, উপশহর, কোতয়ালী, যশোর, (৪) মোঃ ফারুক গাজী(৩৬), পিতা-আকসেদ গাজী, সাং- জগন্নাথপুর খানাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-

যশোর. এ/পি-বেজপাড়া মাঠপাড়া, থানা-কোতয়ালী, জেলা-

যশোর, (৫) কবির @ নূর ইসলাম (৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং- নরেন্দ্রপুর, থানা- কোতোয়ালি, জেলা-যশোর, (৬) মজিবুল হক (৩৩), পিতামৃত- মুন্সী মাহমুদুল হক, (৭) রশিদুল ইসলাম (৩২), পিতা- আসলাম মোল্লা, (৮) চঞ্চল (৩১), পিতা-এনামুল হক, সর্বসাং- পার নান্দুয়ালী মোল্লাপাড়া, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা, (৯) সাধু (৩২), পিতা- আব্দুস সাত্তার, সাং- কাজীরবেড়, থানা- কেশবপুর, জেলা-যশোর, (১০) সালাম মল্লিক (৩৬), পিতামৃত- জোমারত মল্লিক, সাং- সর্পব্যতেঙ্গা, থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী।

 

উদ্ধারকৃত আলামতঃ

১। ১১ টি চোরাই মটরোসাইকেল।

২। ০৩ টি মাষ্টার চাবি।

৩। চোরাই মোটরসাইকেল বিক্রয়ের কুরিয়ার রশিদ- ০৩ টি।

৪। চোরাই মোটরসাইকেল বিক্রয়লব্ধ নগদ ২,২৫,০০০/= টাকা।

Please follow and like us: