যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

যশোর সদর উপজেলার শিল্পাঞ্চলখ্যাত বসুন্দিয়ায় আজ (৫ নভেম্বর ২০২৩ ইং) রবিবার সকাল সাড়ে ১১টায় দেশব্যাপী বিরোধী দলের আহুত অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধে সকাল থেকেই বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ এবং তরুণ প্রজন্মের প্রিয় চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলা সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কামাল হোসেনের উপস্থিতিতে বসুন্দিয়া মোড় ও পার্শবর্তি অঞ্চলে ব্যাপক জনসমাগমে সোচ্চার ছিল । সাথে রাজপথ দখলে ছিল যুবলীগ, ছাত্রলীগসহ সরকারি দল ও অংগসংগঠনের নেতা কর্মীদের। সকাল সাড়ে ১১টায় বিএনপি-জামাতের হরতাল-অবরোধ অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল বিক্ষোভ মিছিলটি  যশোর-খেুলনা মহাসড়ক ও বসুন্দিয়া মোড় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোঃ শামসুদ্দীন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, ০৪নং ওয়ার্ড সদস্য ও সাবেক যুবলীগ নেতা  মোঃ আতিয়ার রহমান খান, ০২নং ওয়ার্ড সদস্য ইমরান হোসেন মিলন, ০৩নং ওয়ার্ড সদস্য শওকত জাহান সুপ্ত, ০৪নং ওয়ার্ড সদস্য মোঃ কাদের, ০৭ নং ওয়ার্ড সদস্য মোঃ দবির হোসেন, ০৭ নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিমুল আজম, ০৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ০২নং ওয়ার্ডের  সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, ০৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মাহজাহান খান, ০৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,  ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক  মোঃ নজরুল ইসলাম, আব্দুল বারী, শেখ ফারুক হোসেন মোঃ ইকবল খান, যুবলীগ নেতা, মোঃ কামাল হোসেন, অলিযার রহমান খান, মোঃ সিরাজুল ইসলাম, হাসিব আহম্মেদ ইমন, মোঃ নোমান হোসেন, ইকরাম গাজী, নূর জালাল হোসেন, রোমেল খান, ছাত্রলীগ নেতা সাকিব খান, সাহাদ সরদার, মোঃ তাজ  সহ বিভিন্ন ওয়ার্ড এর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: