যশোর সদর উপজেলা নৌকার প্রার্থীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সঙ্গে ছিলেন এমপি ও যুবলীগের নেতৃবৃন্দ- 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার নাম ঘোষণা করা হয়।

 

 

 

মনোনয়ন পাওয়ার পরই যশোর-৩ সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (বতর্মানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) আনোয়ার হোসেন বিপুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

যশোর সদর উপজেলার এ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৩২ জন। এর মধ্যে যশোরের রাজপথের লড়াকু সৈনিক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়।

 

আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

Please follow and like us: