যশোর সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে খামারিদের ঘাস চাষের আর্থিক সহায়তা প্রদান

http://www.71news24.com/2019/03/18/1128

স্টাফ রিপোর্টার:যশোর সদর উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ে ৩০জন খামারিদের মাঝে ঘাস চাষের আর্থিক সহায়তা প্রদান। আজ ১৯ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টার সময় যশোর সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ১৫টি ইউনিয়নের ৩০জন খামারীদের মাঝ আধুনিক ঘাস পাকচং চাষের জন্য প্রত্যেক কে ৫০০০টাকা করে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. লুৎফর রহমান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা, ডা. মো: রাশেদুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যশোর। ড. আলী আহসান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক রোগ অনুসন্ধান ও গবেষণাগার, যশোর, ডা. মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যশোর সদর,ডা. তপু কুমার সাহা, ভেটেরিনারি সার্জন, যশোর সহ আরও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Please follow and like us: