সাতক্ষীরা দেবহাটায় ৫ ইউপি সদস্য গ্রেপ্তার

http://www.71news24.com/2019/03/18/1128

সাতক্ষীরা দেবহাটায় ৫ ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী সংশ্লিষ্ঠতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে জনরোষের মুখে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উল্লেখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকায় জনসাধারন তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।

সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসি সেখানে জড়ো হয়। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৫জন ইউপি সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধরা। বিকেলেই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া হাসান।

Please follow and like us: