৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

http://www.71news24.com/2019/03/18/1128

করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলার অংশ হিসেবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রনালয়। এ সিধান্তের ফলে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে কাল মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপমন্ত্রী।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে ব্রিফ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা সচিব আকরাম-আল-হোসেন জানান, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে সেহেতু আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এদিকে, আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের সবাই এখন করোনামুক্ত। পরে রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানান, দেশে আরও দুজন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত দুজনের একজন ইতালি থেকে এবং অন্যজন জার্মানি থেকে সম্প্রতি দেশে এসেছেন।

Please follow and like us: