একাত্তর ডেস্ক : স্বর্বত্যগী শান্তিলতা ঘোষকে আজ সম্মান জানালো যশোরের মানুষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি ও স্থানীয় সরকার পল্লিউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচায্য এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান
অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মহিয়সী নারীকে কৃতজ্ঞতা জানিয়ে মহান হৃদয়ের পরিচয় দিলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটি আয়োজিত ও যশোর জেলা কমিটি বাস্তবায়িত এই সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত ইতিহাসবীদ বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসির মামুন, বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া,জেলা আওয়ামীলীগের
সভাপতি শহিদুল ইসলাম মিলন, শিক্ষক তারাপদ দাস, যশোর জিলাস্কুলের প্রধান শিক্ষক এ এস এম গোলাম আজম, ও মাগুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যা লয়ের সভাপতি মফিজ উদ্দিন। মহিয়সী নারী শান্তি লতা ঘোষের জীবনি পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন নির্মূল কমিটির যশোরের সভাপতি হারুন অর রশীদ ও মানপত্র পাঠ করেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক কাজী মুকুল। শিক্ষা মন্ত্রী ড.দীপুমনি শান্তি লতাকে উত্তরীয় পরিয়ে দেন ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অধ্যপক মুনতাসির মামুন মানপত্র ও অর্থ সহায়তা প্রদান করেন। মাননীয় মন্ত্রী বলেন ২০ বিঘা জমি স্কুলের জন্য দান করেছেন যে শান্তি লতা ঘোষ তার নামে স্কুলের নামকরণ করতে হবে। শান্তিলতাকে সম্মান জানাতে পেরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি গর্ববোধ করছি।