আজ মহান মে দিবস – 71News24

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪. ডেক্সঃ

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। করোনাভাইরাসের কারনে বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় সিমিত আকারে দিবসটি পালিত হবে।

 

এবারের মে দিবসের প্রতিপাদ্য “কৃষক-শ্রমিক ঐক্য গড়ি, সুজলা-সুফলা সোনার বাংলাদেশ গড়ে তুলি, করোনাভাইরাস সংক্রমণ রোধে নিয়ম মেনে চলি”।

 

১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জমায়েত হন। এ সময় পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করলে প্রাণ হারান ১২ জন। শ্রমিকদের এই আত্মদান পরবর্তীকালে শ্রমিক আন্দোলনের প্রেরণায় পরিণত হয়।

 

১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তী সময়ে “মে দিবস” নামে পালিত হতে শুরু করে।

 

মে দিবসে বাংলাদেশসহ বিশ্বব্যাপী সরকারীভাবে ছুটি থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় কিন্তু বৈশ্বিক মমহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী লকডাউন ও সামাজিকও শালিরিক দুরত্ব বাজায় রাখার কারনে হচ্চেনা কোন আনুষ্ঠানিক অনুষ্ঠান।

Please follow and like us: