ঢাকার যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ গ্রেফতার-একাত্তর নিউজ২৪

http://www.71news24.com/2019/03/18/1128

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোর মালিক ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার গুলশান-২ এর ৪৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছে অস্ত্র পাওয়া যায়। ওই বাসাতেই তার জিজ্ঞাসাবাদ চলছে বলে র‌্যাব সদর দফর সূত্রে জানা যায়।

অন্যদিকে রাজধানীর ফকিরাপুলে খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোতে বিকেল ৫টা থেকে অভিযান চালায় র‌্যাব।  এ সময় ওই ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আওয়ামী লীগের যে বৈঠকে ব্যবস্থা নেয়া হয় সেই বৈঠকে যুবলীগ নিয়েও আলোচনা হয়। তখন প্রধানমন্ত্রী যুবলীগের দুজন নেতার নাম উচ্চারণ করে বলেন, তারা শোভন-রাব্বানীর চেয়েও খারাপ। সেই দুই নেতার একজন খালেদ মাহমুদ। তার বিরুদ্ধে জনসম্মুখে অস্ত্র উঁচিয়ে চলার অভিযোগ রয়েছে।

Please follow and like us: