যশোর অফিস : বছরের প্রথম দিন চাররঙা নতুন বই হাতে পেয়ে বেজাই খুশি শিক্ষার্থীরা। তাদের চোখেমুখে যেন আনন্দের ঝিলিক। বই পেয়েই অনেকে ছুটে যেতে চাচ্ছে বাড়িতে। কেউ কেউ বুকে আগলে রেখে নতুন বইয়ের ঘ্রাণ শুঁকেছে। এক অন্যরকম অভিব্যক্তি। নতুন বই পাওয়ার আনন্দে উদ্বেলিত কোমলমতি শিক্ষার্থীরা। মঙ্গলবার যশোর জেলার প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪৫ লাখ কপি নতুন বই বিতরণ করা হয়েছে।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফায়জা আমরীন শখ বলে, আমি ভর্তি যুদ্ধে অংশ নিয়ে জয়ী হয়েছি। এরপর নতুন বই পেয়ে আমি খুবই আনন্দিত।
একই স্কুলের শিক্ষার্থী সৃষ্টি দে উচ্ছ্বসিত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। সে বলে, বছরের প্রথম দিন বই পেয়ে খুবই খুশি।
যশোর জিলা স্কুলের সাকিব আল হাসান বলে, নতুন পেয়ে খুবই আনন্দিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
মঙ্গলবার সকালে যশোর জিলা স্কুলে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। বেলুন উড়িয়ে ও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি।
প্রধান শিক্ষক একেএম গোলাম আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল খালেক, সহকারি জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর।
পরে যশোর সরকারি বালিকা বিদ্যালয়েও বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। প্রধান শিক্ষিকা লায়লা শিরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল খালেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডি এম শাহিদুজ্জামান।
যশোরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: