ওষুধ ছাড়াই দূর করুন তেলাপোকা

http://www.71news24.com/2019/03/18/1128
যত্রতত্র তেলাপোকার আনাগোনা থামাতে ইনসেক্ট কিলার বা পোকামাকড় মারার ওষুধই ব্যবহার করি আমরা। তবে এগুলো  স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ঘর থেকে তেলাপোকা পুরোপুরি দূর করতেও অক্ষম। ঘরোয়া উপায়ে কীভাবে সহজেই তেলাপোকা দূর করবেন জেনে নিন।
গ্রিন্ডারে বেশ কয়েকটি তেজপাতা গুঁড়া করে ছড়িয়ে দিন রান্নাঘর ও ঘরের কোণে। তেলাপোকা আসবে না।
এক লিটার পানিতে একটি রসুনের কোয়া, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এবং ১টি পেঁয়াজ বেটে মেশান। এক ঘণ্টা পর ১ টেবিল চামচ লিকুইড সোপ মিশিয়ে দ্রবণটি তেলাপোকার বাসায় ছিটিয়ে দিন। চলে যাবে তেলাপোকা।
আলমারিতে লবঙ্গ রেখে দিন। তেলাপোকা দূর হবে।
সমপরিমাণে বোরিক পাউডার ও চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি রান্নাঘরের আলাদা আলাদা কোণে রেখে দিন।
তেলাপোকা ন্যাপথালিনের গন্ধ সহ্য করতে পারে না। যেখানে তেলাপোকা বেশি আসে সেখানে কয়েকটি ন্যাপথালিন ছড়িয়ে দিন। কমে যাবে তেলাপোকা।
রান্নাঘরে নিম তেল রাখতে পারেন। নিম পাতার গুঁড়ো ছিটিয়ে দিলেও উপকার পাবেন।
Please follow and like us: