গ্রামের কাগজ সম্পাদকসহ সাংবাদিকের বিরুদ্ধে মামলার তিব্র নিন্দা প্রেসক্লাব বসুন্দিয়ার!-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 

মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ যশোর থেকে প্রকাশিত বহুল প্রচারিত গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক মুবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমান আরা ও শিমুল ভূঁইয়া’র বিরুদ্ধে আদলতে মামলার ঘটনায় যশোর উপজেলার বসুন্দিয়ায় গতকাল রবিবার বিকাল ৩টায় প্রেসক্লাব বসুন্দিয়া’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রেসক্লাব বসুন্দিয়া’র কার্যালয়ে এক প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ এহেন অপতৎপরতা ও হয়রানি মূলক মিথ্যা ভিত্তিহীন মামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সনামধন্য একজন সম্পাদক ও ২জন সাংবাদিক নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ভিত্তিহীন মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি আবু তাহের, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সাধারণ সম্পাদক শেখ গফ্ফার রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মুরাদ হোসেন, সিনিয়র সদস্য মোঃ কামাল হোসেন, শামীম রেজা, সদস্য সাঈদ ইবনে হানিফ, মোঃ হুমায়ুন কবীর,মোঃমাসুদুল হক ও আলী আযম। এসময় উপস্থিত বক্তারা বলেন তথ্যবহুল সংবাদ প্রেরণে যদি এমন হয়রানিমূলক মামলা হয় তাহলে ভবিষ্যতে সংবাদমাধ্যম মুখ থুবড়ে পড়বে।

Please follow and like us: