জাতীয় ক্রীড়া পুরষ্কার পাওয়ায় ভালবাসায় সিক্ত হলেন কাজী নাবিল আহমেদ

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জাতীয় ক্রীড়া পদক পাওয়ায় যশোরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) কাজী নাবিল আহমেদ যশোরে পৌঁছালে বিমানবন্দর থেকে শুভেচ্ছা জানানো শুরু হয়।

প্রথমে শুভেচ্ছা জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ যশোর পৌরসভার মেয়রের পক্ষে কাউন্সিলরবৃন্দ।

তাররপর তার বাসভবন কাজী শাহেদ সেন্টারে শুভেচ্ছা জানানো শুরু হয়। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, শ্রম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, কৃষি ও সমবায় সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট সেতারা খাতুন, সেবাসংঘ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও জেলা যুব লীগের নির্বাহী সদস্য শেখ জাহিদুর রহমান লাবু,

সেখানে শুভেচ্ছা জানান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ উদ দৌলা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, বিসিএস সাধারণ শিক্ষা যশোর ইউনিটের সভাপতি ছোলজার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ঢাকা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ শাহান, যশোর ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, আলহেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, যশোর হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, পাবলিক প্রসিকিউশনের পক্ষে অ্যাডভোকেট ইদ্রিস আলী,

ভাতুড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজের পক্ষে সভাপতি আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, যশোর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জবেদ আলী, আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপ-প্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে সভাপতি মঈন উদ্দিন মিঠু, রামনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, শিলারায় মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে সভাপতি জেলা যুবলীগের সদস্য কেরামত আলী মোল্লা, লেবুতলা ইউনিয়নের পক্ষে চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর আরশেদ আলী রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন, চুড়ামনকাটি ইউনিয়নের পক্ষে চেয়ারম্যান দাউদ হোসেন, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শহর শাখার সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাইস আহমেদ রিমু, রুহুল কুদ্দুস,

 

এছাড়াও যশোর মুক্তিযোদ্ধা কলেজে, শাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়, পানি উন্নয়ন শ্রমিকলীগ, শিক্ষাবোর্ড শ্রমিকলীগ, যশোর সৌখিন ক্রীড়াচক্র, ক্রিকেট ক্লাব, সোনালী অতীত ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us: