জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে অর্থ বরাদ্ধবৃদ্ধির জন্য যশোরে মানব বন্ধন।

একাত্তর ডেস্ক : জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অর্থসংস্থান বৃদ্ধির দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর জেলা শাখার উদ্যোগে শহরের চিত্রা মোড়ে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।

যশোরের অন্তত ২৫টি সাংস্কৃতিক সংগঠনের দুই শতাধিক শিল্পী এ কর্মসূচিতে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, স্কুল/কলেজে সাংস্কৃতিক শিক্ষক বাধ্যতামূলক; আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক কাজের মূল্যায়নের ভিত্তিতে শিল্পী মর্যাদা; আন্তর্জাতিক অঙ্গণে দেশিয় সংস্কৃতির প্রসারে দৃশ্যমান কর্মসূচি প্রণয়ন; প্রতিবছর সংশ্লিষ্ট ফোরামের মাধ্যমে জাতীয় পর্যায়ের সব বিভাগের (আবৃত্তি, নৃত্য, পথনাটক, মঞ্চনাটক, সঙ্গীত, গণসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, লোকসংগীত) উৎসবের আয়োজন; সরকারিভাবে শিল্পীদের স্বীকৃতি; শিল্পকলা বা সংস্কৃতি মন্ত্রনালয়ের মাধ্যমে সাংস্কৃতিক সংগঠনের নিবন্ধন বাধ্যতামূলক; অসুস্থ্য শিল্পীদের চিকিৎসার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন; সাংস্কৃতিক সংগঠনের অনুকূলে মাসিক অর্থ বরাদ্দ; অস্বচ্ছল শিল্পীদের মাসিক ভাতা; প্রশিক্ষণ কর্মশালার জন্য অর্থ বরাদ্দ এবং উৎসব উপলক্ষে বিশেষ বরাদ্দ দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, সম্মিলিত সাংস্কৃতি জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, জেলা সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সাবেক সভাপতি সৌমেশ মুখার্জী, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, ডায়মন্ড থিয়েটারের চঞ্চল সরকার, ভৈরব সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সেলিম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি শামসুজ্জামান, যশোর শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

Please follow and like us: