বরিশাল সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা।

একাত্তর ডেস্ক :  বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক উত্তর কাউনিয়া, বাসু মিয়ার গলির ১নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ প্রায় এক বছর করা হয়েছে  কিন্তু এগুলো দিয়ে কোন প্রকার পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি প্রতিটি ড্রেনের স্লাব এত দুর্বল ভাবে তৈরি করা হয়েছে যে এক বছরে জনতার পথচলায় বা হাটা চলার মধে!ভেঙে পড়েছে ।

ভাঙ্গা অংশ বিশেষ ড্র্রেনের ভিতরে ঢুকে গর্তে পরিনত হয়েছে বর্ষার সময় অতিরিক্ত পানি উঠে প্রতি মহল্লায়।অতি সত্তর সিটি কপোরেেশন  নিষ্কাশনের ব্যবস্থা না নিলে এলাাকার সাধারণ জনগণ সমস্যায় জর্জরিত হতে কতক্ষন?এলাকাবাসির দাবি  যথা সময়ে কতৃপক্ষের দৃষ্টি  আকর্ষণ করেছেন।

Please follow and like us: