বাকেরগঞ্জে চাল বিতরণ তদারকি করছেন এসিল্যান্ড তরিকুল ইসলাম 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

মোঃ মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ :

আজ মঙ্গলবার করোনা ভাইরাসের জন্য কর্মহীন নিম্ন আয়ের সাধারণ মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ ও এম এস এর চাল বিতরণ কার্যক্রম মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট তরিকুল ইসলাম ৷ তিনি বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার মধ্যে বাকেরগঞ্জ সরকারি কলেজ, জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সিনেমা হল চৌরাস্তা সহ মোট ০৩ টি স্থানে এ কার্যক্রম মনিটরিং করেন । এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া সহ সাংবাদিকবৃন্দ। বাকেরগঞ্জ পৌরসভার ০৯ টি ওয়ার্ডে মোট ১৮০০ জনকে এ বিশেষ ও এম এস কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যের ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে ।এছাড়া এ উপজেলার ১৪ টি ইউনিয়নে ভিজিএফ মৎস্য এর চাল,টি আর, কাবিখার চাল , খাদ্য বান্ধব চাল , শিশু খাদ্য সহ অন্যান্য মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান আছে।
চাল বিতরণে তদারকি প্রসংগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী ,নিম্ন আয়ের কর্মহীন মানুষদের জন্য মাত্র ১০ টাকায় চাল কেনার সুযোগ করে দিয়েছেন সুতরাং এ চাল নিয়ে কোন নয় ছয় করার সুযোগ কাউকে দেওয়া হবেনা ।তিনি এসময় উপজেলার বিত্তশালীদের সরকারের পাশাপাশি ত্রাণ সহায়তা করার জন্য জেলা প্রশাসন বরিশাল এর করোনা সহায়তা তহবিলে অনুদান প্রদানের উদাত্ত আহবান করেন। । তিনি আরও বলেন রমজান মাস উপলক্ষে সামাজিক দূরত্ব এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে হোটেল সমূহ ইফতার ও সেহরি বিক্রয় করতে পারবে। তিনি সবাইকে ঘরে থেকে সরকারি নির্দেশনাসমূহ মেনে এ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সহযোগিতা করতে উদাত্ত আহবান করেন।

Please follow and like us: