বাঘারপাড়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

ন্যায় সঙ্গত সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সচেতন করাই সাংবাদিকদের মূল উদ্দেশ্য  

বাঘারপাড়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধনে বক্তারা… 

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় (প্রথম আলো পত্রিকার)  সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে বাঘারপাড়া  উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলার (চৌরাস্তা মোড়ে)  এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে  অবিলম্বে আটককৃত সাংবাদিককে মুক্তি ও তাকে হেনস্ত ও নির্যাতনকারীদের   বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী রেখে বক্তব্য রাখেন, যশোরের দৈনিক সত্যপাঠ পত্রিকার সম্পাদক, মোঃ ইকবাল কোবির জাহিদ, প্রেসক্লাব বাঘারপাড়া( সভাপতি) মোঃ ইকবাল হোসেন, সহ নেতৃীবৃন্দ। এ সময় উপজেলা প্রেসক্লাবের সদস্য সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ জাতির জাগ্রত বিবেক, এ পেশা একটি চ্যালেঞ্জিং পেশা হলেও তাদের তথ্য পাওয়ার অধিকার আছে। তাছাড়া সাংবাদিকদর  কাজ হলো অন্যায় অসত্য দুর্নীতি অনিয়ম নির্যাতন-অত্যাচার নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের অধিকারের পক্ষে কথা বলা, ন্যায় সঙ্গত সমাজ গঠন, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠিায় সমাজপতি এবং রাষ্ট্র কে সচেতন করাই  সাংবাদিকদের মূল উদ্দেশ্য।  তাই সমাজপতি বা রাষ্ট্রযন্ত্রের দ্বারা সাংবাদিকদের নির্যাতন-অত্যাচার কোনভাবেই মেনে নেয়া যায়না।

Please follow and like us: