বেনাপোলে জুতার মধ্যে থেকে ১কেজি ১৬৬ গ্রাম স্বর্ণের বারসহ আটক ১

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল রেলস্টেশনে জুতার থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বারসহ অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক চোরাকারবারিকে আটক  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

 

সোমবার  (১৭ অক্টোবর)  দুপুর  ১২ টার সময়  বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।

 

আটককৃত আসামি হলেন, মুন্সিগঞ্জ জেলার মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

 

যশোর  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী  জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে যাবে।  এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতি রোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক মূল্য ৯৩  লাখ  ৪৮ হাজার টাকা। এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Please follow and like us: