মাদককে মুখে নয়, ফুটবলের মতো লাথি দিতে হবে : শেখ আফিল উদ্দিন এমপি

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহম্মেদ, বেনাপোল : ৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। যা দেখে ঈশান্বিত হয়ে এদেশের পরাজিত শত্রুরা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংশ করতে মরিয়া হয়ে উঠেছে। তাইতো তারা বিভিন্নভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের মতো মরনঘাতীর চালান এদেশের বুকে প্রবেশ করাচ্ছে। তারা চাইছে, যে কোন মূল্যে এদেশের তরুণ প্রজন্মকে মেধাহীন করতে হবে। এজন্য এখন থেকে মাদককে মুখে নয়, ফুটবলের মতো লাথি দিতে হবে। সোমবার বিকেলে মরহুম সিরাজুল ইসলাম স্মুতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্ণামেন্টে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের কর্ণধর। তাই, যেকোন মূল্যে তরুণ প্রজন্মকে রক্ষা করতে। এসময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। যেখানেই মাদকের চালান বা মাদক সেবী পাবেন, সেখানেই প্রতিঘাত করবেন। তাতে, বিরোধীসহ সরকারি দলেরও যতো বড়ো মাপের নেতা হোক না কেন।

বেনাপোল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম ছিলেন একজন লৌহ মানব। তিনি তার জীবদ্দশায় অন্যায়ের বিরুদ্ধে কোন আপোষ করেননি। দলকে রেখেছিলেন সদা প্রফুল্ল। আজ তার মৃত্যুতে সমগ্র শার্শাবাসী একজন নিবেদিত নেতাকে হারালো।

এসময় শার্শা উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের মরহুম নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত সিরাজ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, সহ সভাপতি আলী কদর সাগর, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উক্ত সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র খেলায় বেনাপোল পৌরসভার দিঘিরপাড় ওয়ার্ড ২-১ গোলে বড় আঁচড়া ওয়ার্ডকে হারিয়ে জয়লাভ করেন।

Please follow and like us: