যশোরের বসুন্দিয়ায় ভৈরব যুব সংঘের ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টে বসুন্দিয়া আবাহনী চ্যাম্পিয়ন-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

 

আবু তাহের, বসুন্দিয়া প্রতিনিধি ॥ যশোর সদরের বসুন্দিয়ার জঙ্গলবাধাল ‘ভৈরব যুব সংঘ’ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গতকাল শুক্রবার বিকাল ৪টায় ঐতিহ্যবাহী জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী মা কের ব্যবহার শুণ্যের কোঠায় নামাতে রাষ্ট্রীয় নানামূখী কর্মতৎপরতার সাথে একাতœতা ঘোষনা করে ভৈরব যুব সংঘ এটুর্ণামেন্টর আয়োজন করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মূখোমূখী হয় হিরো মটর’স ফুটবল একাদশ বনাম বসুন্দিয়া আবাহনী ক্রীড়া চক্র। আবাহনী ক্রীড়া চক্রের পক্ষে দলনেতা দেশবরেণ্য তারকা খেলোয়াড় শরিফুল ইসলাম প্রথমার্ধে ১ করে দলকে এগিয়ে নিয়ে যায়। অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেও হিরো মটর’স গোল পরিশোধে ব্যর্থ হয়। মাঠের চারদিকে হাজার হাজার দর্শক করতালির মাধ্যমে খেলোয়াড়দের প্রেরণা যোগায়।

‘ভৈরব যুব সংঘ’র সভাপতি শহিদুল ইসলাম মিন্টুর সজাগ তত্তাবধানে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ম্যাচটি সম্পন্ন হয়। ম্যাচটিতে প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন যশোর রেফারী সমিতির সদস্য মোঃ সাইফুল ইসলাম। খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৫নং বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার এডিশনাল এসপি মোঃ সজীব খান,জনতা ব্যাংক এল,এম যশোর এর মহাব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম, বসুন্দিয়া স্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সনজিত কুমার মন্ডল, উপস্থিত ছিলেন ভৈরব যুব সাধারণ সম্পাদক সেলিমুল আযম, সাংগাঠনিক সম্পাদক শহিদুল হক রিপন, ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ।

Please follow and like us: