যশোরের শার্শায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল : “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” “জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে শার্শায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালার আয়োজক ছিলেন শার্শা উপজেলা প্রশাসন ও যশোর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান, শার্শা উপজেলা প্রকোশলী মামুন হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ইউসুফ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন, সমবায় কর্মকর্তা আক্কাস আলী, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ইউইও রফিকুল ইসলাম, ইউআরসি নূর ইসলাম, পাট অধিদপ্তর কর্মকর্তা তারকচন্দ্র, বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইলয়াছুর রহমান, বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতাসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us: