যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিসান স্থায়ী বহিষ্কার এবং কমিটি বিলুপ্ত ঘোষণা!

একাত্তর ডেস্ক   : যশোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসানের বিরুদ্ধে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে স্থায়ী বহিস্কার করা হলো। সেই সাথে যশোর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য যশোর জেলা ছাত্রলীগের দুই সদস্যেও কমিটি ছিল। সম্মেলনের মাধ্যমে সভাপতি/সম্পাদকের নাম ঘোষণা করা হলেও প্রায় দুই বছরে পুর্নাঙ্গ হয়নি। এরমধ্যে তারা নানা বিতর্কে জড়িয়ে পড়েন। সর্বশেষ  যশোর শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ে ওয়েল্ডিং মিস্ত্রি নয়ন চৌধুরী সাজু হত্যার প্রধান আসামি  যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহম্মেদ জিসানসহ আরও তিন জন ।

Please follow and like us: