যবিপ্রবি ‘র ছাত্র তাসিব আহমেদ কে বাচাতে সাহায্যের আবেদন -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তাসিব আহমেদ (২২)। দরিদ্র্য পরিবারে জন্ম তার। গত ২৫ জানুয়ারী সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় সে। বর্তমানে সে ঢাকার শমরিতা হাসপাতালে হেড ইনজুরি নিয়ে লাইফ সাপোর্টে আছে। তাসিব আহমেদ চৌগাছার কোমলাপুর গ্রামের মিলন আহমেদের ছেলে। তার পিতা মিলন আহমেদ একাত্তর নিউজ ২৪ডটকমকে জানান,‘তাসিব আহমেদ হেড ইনজুরিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

তাসিবকে বাঁচাতে দ্রুত অপারেশন করতে হবে। এজন্য প্রায় ২০ লক্ষ টাকা দরকার। কিন্তু দারিদ্র্যতার কারণে এ টাকা ব্যয় করে অপারেশন করানো পরিবারে জন্য দুঃসাধ্য।’

 

তিনি আরো বলেন,‘তাসিব আহমেদের চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। চিকিৎসার টাকা জোগার করতে জমি বিক্রি করেছি। এছাড়াও চিকিৎসার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং গ্রামের লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’

এ দিকে, পরিবার অসচ্ছল হওয়ায় এত টাকা ব্যয় করে অপারেশন করানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই তাসিব আহমেদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন তার পরিবার।

সাহায্য পাঠানোর জন্য তাসিব আহমেদের চাচা সোহান আহমেদ সোহানের ০১৭৫৪৬৪৭২৬১ (বিকাশ ও রকেট) নম্বরের মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Please follow and like us: