বেনাপোল বন্দর দিয়ে পূনরায় বাণিজ্য শুরু 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল :  মুজিব বর্ষ উপলক্ষ্যে ছুটিতে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের একদিন সব ধরনের আমদানি,রফতানি বাণিজ্যক কার্যক্রম বন্ধ থাকার পর পূনরায় আজ সকাল থেকে বাণিজ্য শুরু হয়েছে।

আমদানি রফতানি শুরু হওয়ায় বন্দরে বাণিজ্যের সাথে সংশিষ্টদের পণ্য খালাসে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) আব্দুল জলিল বলেন, সকাল থেকে পূনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ শতাধিক ট্রাক ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

 

বেনাপোল বন্দর থেকে বাংলাদেশি রফতানি পণ্য নিয়ে প্রায় দুই শতাধিক ট্রাক যায় ভারতের পেট্রাপোল বন্দরে। একদিন আমদানি বাণিজ্য বন্ধ থাকলে প্রায় ২০ কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়ে থাকে।

 

আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাচামাল ,তৈরী পোশাক,মেশিনারী সামগ্রী, ক্যেমিক্যাল পন্য ও খাদ্য দ্রব উল্লেখ্য যোগ্য। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব,তৈরী পোশাক ও মাছ রয়েছে।

Please follow and like us: