যশোরের বসুন্দিয়ায় জেপিএল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিঙ্গিয়া সিক্সার্স-রানার্স আপ জেবিএল সুপার কিংস-71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর  নিউজ, যশোর অফিস :

“মাদক মুক্ত সমাজ গড়ো,মাদক ছেড়ে খেলতে চলো-খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”

মুজিব শত বর্ষের এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাধাল ভৈরব যুব সংঘের আয়োজনে গত ১১জানুয়ারী শুরু হয়েছে জঙ্গল বাধাল ক্রিকেট প্রিমিয়ার লীগ (JPL)  চার দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহন করে, শহিদুল ইসলাম মিন্টু ও সেলিমুল আজমের মালিকানাধীন জঙ্গল বাঁধাল সুপার কিংস,

ইকবাল কবির পলাশ ও নাহিদ পারভেজ তুষারের সিঙ্গিয়া সিক্সার্স,শামিমুল হক ও রিয়াজুল হক লিটনের জঙ্গল বাধাল টাইগার্স এবং বিকাশ দেব নাথ ও গৌতম দেব নাথের জঙ্গল বাধাল নাইট রাইডার্স।

আজ ১৫জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় ফাইনাল খেলায় সিঙ্গিয়া সিক্সার্স চ্যাম্পিয়ন হয় (১১৩/৮)  এবং রানার্স আপ জঙ্গল বাধাল সুপার কিংস (৮৬/১০)

ম্যান অফ দি সিরিজ হয় সিঙ্গিয়া সিক্সার্সের শোভন, ম্যান অফ দি ম্যাচ অধিনায়ক নাহিদ পারভেজ তুষার, সর্ব্বোচ্চ উইকেট সেরা পুরস্কার নেন অনুপ কুমার।

চ্যাম্পিয়ন দল নাহিদ পারভেজ তুষার ও ইকবাল কবির পলাশের টিম সিঙ্গিয়া সিক্সার্স -ছবি একাত্তর নিউজ ২৪

 

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রপির পুরস্কার প্রদান করেন এম এ করিম সাবেক এজিএম জনতা ব্যাংক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব যুব সংঘের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি কামাল হোসেন, ৭নং ইউপি সদস্য আব্দুর সাত্তার, বাচ্ছু, নজরুল ইসলাম প্রমুখ।

প্লে গ্রাউন্ড জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ -ছবি একাত্তর নিউজ ২৪

গত ১১জানুয়ারী জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোদন করেন ভৈরব যুব সংঘের সভাপতি ও প্রেসক্লাব বসুন্দিয়ার  উপদেষ্টা শহিদুল ইসলাম মিন্টু, আরও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ।

Please follow and like us: