যশোরে ঈদগাহ’র কাজ বন্ধের প্র‌তিবাদ করায় চেয়ারম্যা‌নসহ এলাকার মু‌রুব্বি‌দের সা‌থে অ‌সৌজন্য মুলক আচার‌নের অভিযোগ, প্র‌কৌশলীর বিরুদ্ধে

http://www.71news24.com/2019/03/18/1128

জি এম অভি : য‌শোর উপশহর ইউ‌নিয়নের কেন্দ্রীয় ঈদগার

কাজ বন্ধের প্র‌তিবাদ করায় প‌রিষ‌দের চেয়ারম্যা‌নসহ এলাকার মু‌রো‌ব্বি‌দের সা‌থে অ‌সৌজন্য আচার‌ন করেছেন  , খুলনা বিভাগীয় প্র‌কৌশলী প‌রিচালক প‌রিমল সরকার। সুত্র জানায়,বৃহস্প‌তিবার বিকা‌লে উপশহর ডাকবাংলো মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় উপশহরবাসীর ম‌ধ্যে চরম উ‌ত্তেজনা বিরাজ করছে , এমন‌কি এলাকাবা‌সি আগামী রোববার য‌শোর হাউ‌জিং এ‌স্টে‌টের উপ‌বিভাগীয় কার্যালয় ঘেরাও এর সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। এলাকাবা‌সি জা‌নি‌য়ে‌ছে, খুলনা বিভাগীয় হাউ‌জিং এর নির্বাহী পরিচালক প‌রিমল বৃহস্পতিবার উপশহ‌রের কাজ দেখ‌তে আ‌সেন। প‌রে তি‌নি স্থানীয় ঈদগাহর নির্মান কাজ প‌রিদর্শন ক‌রে প‌রে ডাক বাংলোর সাম‌নে তখন এলাকাবা‌সির সাম‌নে স্থানীয় চেয়ারম্যান এহসানুর রহমান লিটু‌কে ডা‌কেন। প‌রে সক‌লের সাম‌নে ঈদগাহর কাজ বন্ধ কর‌তে ব‌লেন। তখন এলাকার প্র‌তি‌নি‌ধি হিসা‌বে তি‌নি ব‌লেন এলাকায় এক‌টি ঈদগা আ‌ছে সে খা‌নে এলাকাবা‌সি নামাজ প‌ড়েন। এই ঈদগা উন্নয়‌নের জন্য উপ‌জেলা থে‌কে বরাদ্দ এ‌সে‌ছে একশ ফিট বাই দুইশ ফিট কা‌জের। এ কথা শু‌নে নির্বা‌হী প‌রিচালক ক্ষিপ্ত হ‌য়ে চেয়ারম্যানসহ এলাকাবা‌সির সা‌থে অ‌সৌজন্য আচারন ও সরকা‌রি কা‌জে বাধা দেওয়ার কথা ব‌লে চেয়ারম্যান ও এলাকাবা‌সির না‌মে মামলার হুম‌কি‌দেন। এ ব্যাপা‌রে চেয়ারম্যান এহসানুর রহমান লিটু জানান, এলাকায় উন্নয়ন মুৃলক কাজ হ‌চ্ছে। এলাকার সক‌লে সে কাজে সহ‌যোগীতা কর‌ছেন। কিন্তু ঈদগাহ ভাঙ্গতে দি‌বেনা এলাকাবা‌সি। এক‌টি মাত্র ইদগায় প্র‌তিবছর এলাকাবা‌সি নামাজ প‌ড়েন। এ নি‌য়ে খুলনার নিবাহী প‌রিচালক কথা বল‌তে রা‌জি হন‌নি স্থানীয় সাংবা‌দিক‌দের সা‌থে।

Please follow and like us: