কোনো অবস্থায় সন্ত্রাস ও দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না- ডা. নাসির এমপি

http://www.71news24.com/2019/03/18/1128

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা অফিস : ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন বলেছেন, কোনো অবস্থায় সন্ত্রাস ও দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। কোনো রকম চাঁদাবাজি চলবে না। সব অনিয়মের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা দরকার সবই করা হবে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মূখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির আলম মুকুল, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা সমবায় অফিসার রনজিৎ কুমার দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আজাদ, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরান রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষিক আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শফিউদ্দীন আহমেদ, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান আলী, বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান নেছার আলী প্রমুখ।

অনুষ্ঠানের পরে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us: