নুসরাত হত্যাকান্ডের প্রতিকী প্রতিবাদের মধ্য দিয়ে যশোর উদীচীর বর্ষবরণ

  1. একাত্তর ডেস্ক ;  উদীচী যশোরের নববর্ষ’১৪২৬ এর আয়োজন, মঞ্চ সজ্জায় ফুটে উঠেছে দেশের সম্প্রতি আলোচিত হত্যাকান্ডে নুসরাত রাফি’র উপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিকী প্রতিবাদের মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরন করে নিলো।

১৪ই এপ্রিল সকাল ৬:৩১ মিনিট উদীচীর শিশু-কিশোর শিল্পীদের দেশাত্মবোধক সঙ্গীত,নাটক,নাচ,গানের সুরের মুর্ছনায়  যশোরের পৌরপার্ক হয়ে ওঠে এক মিলন মেলা।

 

 

 

 

এরপর প্রধান অতিথি গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  স্থানীয় সরকারপল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য আসেন,এবং তাদের উত্তরীয় পরিয়ে দেন।  আরও উপস্থিত ছিলেন যশোরজেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মইনুল হক,  কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক   অপুর্ব হাসান,   উদীচীর সভাপতি ডি এম শহিদুজ্জামান  ও সাধারণ সম্পাদক বিপ্লব, মিলু,তাপস, জন দীলিপসহ আরও অনেকে।

 

 

 

আজ ২য় দিনে জেলা পরিষদ  মিলনায়তনে উদীচী যশোরজেলা সংসদ ও ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রফেশনাল (NIP)  প রিবেশনায় সংগীত, নাচ,গানের মধ্য দিয়ে বিডি হল  আনন্দঘন সন্ধ্যা দর্শকবৃন্দ উপভোগ করেন।

Please follow and like us: