পরীক্ষায় পাস করলেই মানুষ হওয়া যায় না : রফিকুল হাসান

http://www.71news24.com/2019/03/18/1128

  যশোর প্রতিনিধি : প্রকৃত মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিক, সামাজিক কাজকর্মও করতে হবে।

একের অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। বড়দের সম্মান করতে হবে। শিক্ষকদের আদেশ মানতে হবে। আমাদের মনুষ্যত্ব সৃষ্টি করতে হবে। বিবেককে প্রসারিত করতে হবে। শুধুমাত্র স্কুল কলেজে এসে পরীক্ষায় পাশ করলে মানুষ হওয়া যাবে না। আমাদেরকে সত্যিকারের মানুষ হতে হবে। তবেই সমাজের উপকার হবে। দেশের উপকার হবে। দেশের সমৃদ্ধি আসবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নজরুল ইসলাম ডিগ্রি কলেজে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান এসব কথা বলেন। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত বৃহস্পতিবার দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতিকুর রহমান, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু মাসুদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি পদ্মনাভ অধিকারী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাসুদ রানা। বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক সামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক লি. এর এ্যাজেন্ট ব্যাংকের প্রোপাইটর ছোয়েদুর রহমান, বিএসপির কোষাধ্যক্ষ এসএম শরিফুল আলম, সদস্য নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক আক্তারুজ্জামান মনোহরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি ও সহযোগী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.. আবু মাসুদ। একাদশ, দ্বাদশ ও সম্মান শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতায় প্রত্যেক গ্রæপের তিনজন করে ৯জনকে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জনকে সনদপত্র দেয়া হয়।

Please follow and like us: