বসুন্দিয়ায় চলাচলের রাস্তা দখল ও ইচ্ছাকৃত কৃষি ফসল নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফফার রহমান, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাধাল গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় চলাচলের রাস্তা জবর দখল ও ইচ্ছা কৃত ভাবে জমির ফসল নষ্ট করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি কামাল হোসেন।

এসময় লিখিত বক্তব্যে কামাল হোসেন দাবি করে বলেন, একই গ্রামের নজরুল ইসলাম,  জহরুল ইসলাম, কামরুল হাসান, তরিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, দেবাশিষ দাষ, খোকন দাষ, ওলিয়ার রহমান, আব্দুস সাত্তার, মহসিন মোল্লা বাড়ীতে আসা যাওয়ার রাস্তা দখল ও সরিসা ক্ষেতে আগাছা নাশক ওষুধ স্প্রে করে নষ্ট করে।

উল্লেখখিত আসামিরা সন্ত্রাসি প্রকৃতির লোক ও  নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ করেও কোন লাভ হয়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, একই গ্রামের আবুল বাশার, ছবুর মোল্লা, মোশারাফ হোসেন, জামাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

এরআগে গত ১০ ডিসেম্বর সকালে সদর উপজেলা কৃষি ব্লক সুপারভাইজার রবিন বাবু নষ্ট করা সরিষা  ক্ষেত পরিদর্শন করেন।

Please follow and like us: