বেনাপোল কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে বিপুল পরিমাণ কসমেটিক পন্য উদ্ধার

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট থেকে দুইজন বাংলাদেশী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ২০৩ কেজি কসমেটিক্স ও প্যাম্পাস উদ্ধার করেছে কাস্টমস। তারা ভারত থেকে এ পন্য নিয়ে পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরার সময়। বৃহস্পতিবার বিকালে ল্যাগেজ থেকে
এ পন্য উদ্ধার হয় ।

পাসপোর্টযাত্রীরা হলোঃ- মাগুরার সমির কুমার সাহা ও আলতাফ হোসেন। পাসপোর্ট নং যথাক্রমে বিএফ ০৮৪১৫৬৩ ও বিএফ ০৯১৬৫৫৪।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহ কারী রাজস্ব কর্মকর্তা ইমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একজন সিপাই ভারত থেকে এ যাত্রীরা নোম্যান্সল্যান্ডে ঢুকলে নজরদারীতে রাখে। ওই যাত্রীদের উদ্দেশ্য ছিল তারা নোম্যান্সল্যান্ডে মাইক্রোবাস অথবা এ্যাম্বুলেন্স ঢুকিয়ে রোগি নেওয়ার নাম করে অভিনব কায়দায় মালামাল নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কাস্টমসের লোক নজরদারিতে থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। কাস্টমসে প্রবেশ করার পর এ আরও নাসরিন ও আনিছুর রহমান সহ কয়েকজন তাদের ৮টি ল্যাগেজ তল্লাশি করে ২০৩ কেজি কসমেটিক্স ও প্যাম্পাস উদ্ধার করে।

উদ্ধারকৃত পন্যগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Please follow and like us: