বেনাপোল থেকে চুরি যাওয়া আমদানিকৃত ৬৬৭ বস্তা ছোলা ডিবি’র অভিযানে উদ্ধার,আটক-২

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদকঃ ভারত থেকে আমদানি কৃত ৬৬৭ বস্তা ছোলা চুয়াডাঙ্গা জেলা থেকে উদ্ধার করে যশোর ডিবি পুলিশ। এসময় অভিযুক্ত দুইজন আসামীকে আটক করতে সক্ষম হয় ডিবি যশোর।

 

ডিবি জানায়, যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার আছিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে গত ২৮ মার্চ রাজবাড়ীর সাগর ট্রেডার্সের উদ্দেশ্যে ছোলা বহনকারী ট্রাক পাঠানো হয়। পরবর্তীতে ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রয় করে।

বাদীর এই অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনের সমন্বয়ে একটা টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন এবং ৩ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় অভিযান চালিয়ে যশোর সদরের বসুন্দিয়ার আবুবক্কার সিদ্দিকীর ছেলে ট্রাক ড্রাইভার হাসান আল মামুন রাজন(৩০) ও জীবন নগরের দেহাটির মোদাচ্ছেরের ছেলে খাসিয়ার রহমান মিঠু কে আটক করা হয়।

৬৬৭ বস্তা ছোলা আত্মসাৎ এর অপরাধে ট্রাক ড্রাইভার হাসান আল মামুন রাজন(৩০) ও খাসিয়ার রহমান মিঠু আটক।

এসময় তাদের কাছথেকে আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

Please follow and like us: