যশোরের কৃষকেরা হাইব্রিড জাতের লাউ চাষে স্বাবলম্বী -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

 

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪. কম

এ বছর লাউসহ বিভিন্ন সবজির ব্যাপক চাষ হয়েছে। সবজি চাষ করে কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকেই আজ লাখপতি।

যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের কৃষক ভূট্টো শেখ জানান, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে এবার লাউয়ের বাম্পার ফলন ও মূল্য বৃদ্ধি পাওয়ায় শুধু লাউ বিক্রি করে আয় করেছেন প্রায় ১লাখ ৭০ হাজার টাকা।

জয়রামপুরে সর্বত্রই এখন অর্থকরী ফসল হিসেবে

জনপ্রিয় হয়ে উঠছে লাউসহ বিভিন্ন সবজি।

সরেজমিন গত বুধ-বৃহস্পতিবার অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে

দেখা গেছে, চলতি মৌসুমে বিভিন্ন ধরনের সবজির বাম্পার ফলন হওয়ায় কৃষক মহাখুশি।

এ সময় স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে,

উপজেলার চাড়াভিটা ও ষাটখালি রাধানগর সহ

প্রত্যন্ত গ্রামগঞ্জের মাটির গুণগত মান লাউসহ সবজি চাষের জন্য অধিকতর উপযোগী হওয়ায় ৫

থেকে ৭ বছর ধরে এসব এলাকায় সবজির আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে।

ফলে খেটে খাওয়া মানুষের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে ব্যাপক।

সবজি চাষ করে বহু কৃষক পরিবার আজ স্বাবলম্বী।

উপজেলার বহরমপুর গ্রামের কৃষক মোঃ ইকবাল হোসেন জানান, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে এবার

লাউয়ের বাম্পার ফলন ও মূল্য বৃদ্ধি পাওয়ায় শুধু

লাউ বিক্রি করে আয় করেছেন প্রায় ৫০ হাজার টাকা।

তার মতো উপজেলার খলসী গ্রামের কৃষকরাও লাউ সহ সবজি চাষে লাখপতি হয়েছেন।

তাদের দেখাদেখি অনেকেই অন্য ফসল বাদ দিয়ে লাউ সহ বিভিন্ন ধরনের সবজি চাষে ঝুঁকে পড়েছেন। বাঘারপাড়া সহ সর্বত্রই এখন অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে লাউসহ বিভিন্ন সবজি।

জাতীয় কৃষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, এ বছর লাউ, খিরাই, মিষ্টি কুমড়া, ঢেড়স, শশা, সীম, বরবটি, চিচিংগা, ঝিংগাসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে।

তবে সংরক্ষণ সংকটে কৃষক উৎপাদিত সবজির ন্যায্য

মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

তাই তিনি অভয়নগর এবং বাঘারপাড়া উপজেলার সংযোগ স্থল বসুন্দিয়া অঞ্চলে একটি সবজী হিমাগার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভদৃষ্টি কামনা করেছেন।

অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়ন এর চেয়ারম্যান প্রভাষক মোঃ মফিজ উদ্দীন, প্রেমবাগ গ্রামের সৈয়দ আঃ হাকিম সহ অনেকেই জানান, বিগত সময়ে এ অঞ্চলের কৃষকরা জমিতে মাষকলাই ও মুসড়ী, শরিসা ছাড়া অন্য কোনো ফসল উৎপাদনের চিন্তা করতেন না।

বর্তমান মহাজোট সরকারের সময়ে সারও সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় ধান, পাট, লাউ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করে প্রতিটি কৃষকই তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে নিয়েছেন।

Please follow and like us: