যশোরের বসুন্দিয়া আলোকিত জয়ান্তা’র বর্ষপুর্তি উদযাপন

http://www.71news24.com/2019/03/18/1128

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের  ছোট একটি গ্রামের নাম জয়ান্তা। এ গ্রামের একদল তরুন শিক্ষিত/অর্ধশিক্ষিত যুবকদের সমন্ময়ে গড়ে উঠেছে “আলোকিত জয়ান্তা” নামের একটা অরাজনৈতিক, শিক্ষাউন্নয়নমুলক, সেচ্ছাসেবী সংগঠন।

আজ সেই”আলোকিত জয়ান্তার”প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে অত্র এলাকার কৃর্তি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ প্রদান ও লাইব্রেরী উদ্ধোধন ২০১৯  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রিয়াজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত   ছিলেন জনাব মুহাম্মাদ ইব্রাহীম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা যশোর,

আলোকিত জয়ান্তার লাইব্রেরী উদ্ভোদন করেন মোহাম্মদ ইব্রাহীম উপজেলা নির্বাহী কর্মকর্তা যশোর সদর।

বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সু-যোগ্য জনপ্রিয় চেয়ারম্যান  রিয়াজুল ইসলাম খান রাসেল,

বিশেষ অতিথি রিয়াজুল ইসলাম রাসেল চেয়ারম্যান ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক কামাল হোসেন ,  যশোর সদরের প্রকল্প কর্মকর্তা  ফিরোজ আহমেদ,

মো: কামাল হোসেন সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলা।

মাকিবুর রহমান ৬ নং ওয়ার্ড , আরও উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম , ইউপি সদস্য  আতিয়ার রহমান  সহ অন্যান্য অতিথি বৃন্দ ৷সম্পুর্ণ অনুষ্ঠান  সঞ্চালনা করেন আলোকিত জয়ান্তার সুযোগ্য সভাপতি ও ইংরেজি প্রভাষক  পদ্মবিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার নাজিম উদ্দীন।

Please follow and like us: